মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:৫৩ অপরাহ্ন
(লেখাটি ফিরোজ কবির সাহেবের ফেসবুক থেকে নেওয়া)
একদিন হাসি ছিল, গান ছিল,ছিল জীবনের শান্তি। গোয়াল ভরা গরু ,আর গোলা ভরা ধান। তারপর ও কায়িক পেশার মানুষের দুধ আর ভাতের ছিল সীমাহীন অভাব ।পুস্তকের ভাষা , আর না খেয়ে থাকার কষ্ট মানুষ ভূলে যায়নি।তবে মানুষে মানুষে ভালোবাসা ছিল অকৃত্রিম।
মানুষের কৃত্রিমতায় ভালোবাসা আজ যাদুঘরে।স্বার্থপর ভালোবাসা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত হয়েছে বাণিজ্যিক। তাই কাউকে দায়িত্বে বসিয়ে এমন নিশ্চয়তা দেয়া মুশকিল, যে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করবে অকৃপনভাবে।
কতটা হারালে জাতি ফিরে পাবে বিবেক। অপমানিত বোধ করবেনা মা জাতির শৃঙ্খল বন্দি বিবেক। ভবঘুড়ে কোন নারীর ঔরষে নষ্ট জষ্মের( ভদ্রলোকের) লজ্জার ফসল।জাতীর গলা টিপে ধরেছে সেই পুরনো শুকুন।
সৎ মানুষের ভাল কাজের জন্য গুনতে হবেনা অবৈধ অর্থের তাড়া। বাড়ী বানতে দিতে হবেনা চাঁদা। নায্য হিস্যা প্রাপ্তীতে করতে হবেনা তোষামোদি।
অন্যায়ের পর্বতসম এই ভাঁড় এই সমাজ বয়ে নিয়ে যেতে পারছে না।আবারো হয়তো এ সমাজটাকে ভেঙ্গে, সাজাতে হবে নতুন এক ভাবনা নিয়ে ,উল্কার ন্যায় এক প্রজন্মকে নিয়ে।আমি পারিনী বলে দায় এড়াবার সুযোগ চাইবনা,তবে সুযোগ নষ্ট করে দেওয়ার অসুন্দর মানূষ গুলোর কথা জানিয়ে গেলাম সুন্দর পৃথবীটাকে যারা খাওয়ার উপযোগী মোওয়া বানাতে চায়।
আগামির নব প্রভাতের পাদপীঠে দাঁড়িয়ে সোনালী সকালের সজীব সমিরণে শেষ বারের মত আর একবার শ্বাস নিতে চাই সুন্দর পৃথিবীতে।এই প্রতাশার আলোক শীখা দীপ্তম্যান মোমবাতী প্যারাফিনের ন্যায় প্রজ্জলিত থাক অনন্ত আদি।
(এফ কবীর)
© All rights reserved © 2020 blog.bddorpon24.com
Leave a Reply