মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:১৫ অপরাহ্ন
আবুমুছা স্বপন (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ২ নভেম্বর রাত সাড়ে ৮ টায় আমাইতাড়া বাজার পৌর ব্যাডমিন্ডন কমিটির উদ্যোগে আমাইতাড়া মোড়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন ধামইরহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মো. মুক্তাদিরুল হক মুক্তা।
নিড এগ্রো ইন্ডাষ্ট্রি লিমিটেড এর সার্বিক সহযোগিতায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলীর সভাপতিত্বে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় অংশ নেন আমাইতাড়া বাজার পৌর ব্যাডমিন্ডন কমিটির সমন্বয়ক জাহিরুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মো. হানজালা, উপজেলা কৃষকলীগের সম্পাদক ও আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম, নিড এগ্রো ইন্ডাষ্ট্রি লিমিটেডের তত্বাধিকারী মো. রুহুল আমিন স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনি, সরকারি এম এম কলেজের প্রভাষক আবু হানিফ, প্রতিযোগিতার বিশেষ সহযোগি নাজমুস শাহাদত ফিল্লু, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, করোনা কালীন সময়ে সামাজিক দুরত্বের এই খেলা অনেকটাই শারীরিক সুস্থ্যতায় ভূমিকা রাখবে।
© All rights reserved © 2020 blog.bddorpon24.com
Leave a Reply